ভালোবাসার_চাষ
——অরন্য হাসান দেলোয়ার।
এখনো তুমি আমার অতটাই কাছে,যতটা কাছে আমার নিঃশ্বাস।
হৃদয়ের গহীন কোনে যেখানে অন্তর,সেইখানে
এখনো তোমার অনুভব সজীব;
আমার শহরে তুমি নেই সে অনেকদিন বছর
তবুও তোমার মুখচ্ছবি আমার চোখে এখনো অমলিন।
আমি প্রতিদিন আমার হৃদয়কে স্পর্শ করি
তোমার স্পর্শ পাই বলে,
উত্তাল প্রেম এখনো বুকের গভীরে ঢেউ তোলে
ভালোবাসার চাষী হয়ে এখন চাষ করে যাই প্রেম।
দু’চোখ মাঝে মাঝে পোড়ে
তোমাকে দেখার প্রবল ইচ্ছের অযুহাতে;
তখন অন্তরের বারিধারা নেমে আসে
শান্ত করে দিয়ে যায় পোড়া চোখের ক্ষত।
তোমাকে অনুভব করি আমার সত্তায়
যেখানে আমার উদার নীল আকাশ হৃদয়
খেলা করে সাদা মেঘমালার সাথে।
কতদিন বছর তুমি নাই আমার শহরে
অথচ তোমার স্পর্শ শহরের প্রতিটি অলিগলিতে
এখনো স্পষ্ট।
“চোখের আড়াল হলে ভালোবাসা মরে যায়”
কথাটা প্রেমিকের নয়-
চোখের আড়াল হলে ভালোবাসা দিগুন হয়
ভালোবাসার চাষ করে হৃদয়।
স্বত্ব সংরক্ষিত।
গেন্ডারিয়া ঢাকা।
তাং-২১/৫/২০২০
সময়-রাতঃ ১১ঃ১৬