আজকের_লেখা
——–অরন্য হাসান দেলোয়ার।
কবিতা লিখবো?কি নিয়ে?
বস্তি পুড়ে ছাই,দেখার কেউ নাই,
করোনার আতঙ্ক পিছু ছাড়ে নাই।
লুটপাট চারদিকে টাকার খনি দেশ,
কারো পেটে ভাত নাই,কেউ আছে বেশ।
এই নিয়ে লিখবো?জেল হয়তো খাটবো।
কবিতা লিখবো?কোন বিষয় ধরবো?
রাস্তায় রোজ রোজ,কতজন মরছে,
কে রাখে কার খোঁজ,ভেজালে ধুকছে।
কার কি দায়িত্ব,কেউ তা জানে না,
মাস গেলে বেতনটা,কেউ তো ছাড়ে না।
এই নিয়ে লিখছি,চারদিক দেখছি।
কবিতায় কি আনি,আমি কি সব জানি?
রাতদুপুরে চারদেয়ালে,কত কি ঘটছে
কেউ নেশার খেয়ালে,কেউ মজা লুটছে।
সাধু বেশে চোর সব,চারদিকে ঘুরছে,
কার পকেট কে কখন,পরিস্কার করছে।
ব্যাংক সব দেউলিয়া,নোট সব গায়েব
তারা এখন সমাজে,বিরাট লাট সাহেব।
স্বত্ব সংরক্ষিত।
গেন্ডারিয়া, ঢাকা।
১১/৩/২০২০
সময়,রাত-২ঃ৩৬