তবুওতো প্রেমিক_ছিলাম
অরন্য হাসান দেলোয়ার
যখন আমার মৃত্যু হবে
সব ছেড়ে, সবাইকে ছেড়ে ঠিক চলে যাবো,
এলোমেলো শব্দগুলো
আমার লেখার খাতার পাতা
উষ্কখুষ্ক উড়নচণ্ডী স্বভাবের কিছু স্মৃতি চিহ্ন
থাকবে পড়ে ধুলোর উপর;
তখন তুমি ঠিকই কাঁদবে।
আমার লেখা কবিতার খাতা বুকের মাঝে
শক্ত করে আঁকড়ে ধরে
চোখের উষ্ণ লোনা জলে ঠিকই ভাসবে।
সেদিন তুমি ঠিকই কাঁদবে।
যখন আমার মৃত্যু হবে
চলে যাবো দূরে বহুদূরে তোমার স্পর্শের বাইরে,
সেদিন তোমার পড়বে মনে
কথা দিয়েছিলে আমার শার্টের কলার চেপে
থাকবে আমার হৃদপিণ্ড হয়ে
আমার বুকের গহীনে আমার শরীরের অংশ হয়ে।
তারপর মাত্র কয়েকটা মাস পর
অন্য কেউ তোমর বর,আমি ভীষণ রকম পর।
কেমন করে হয়রে এসব?
কেমন করে ভুলে যাওয়া যায়?
এখনো তো তোমার সে আক্রমণাত্মক প্রেম
আমার বুকে যন্ত্রণার দামামা বাজায়।
যখন আমার মৃত্যু হবে
মাটির বুকে ছোট্ট ঘরে থাকবো শুয়ে একা
সেদিন তোমার পড়বে মনে
আমিই ছিলাম তোমার প্রিয়জন
আজকে যখন শুনতে পাই তুমি ভীষণ রকম একা।
তোমার বিয়ে করা বর,
অন্য কোথাও অন্যের সাথে বেঁধেছে আবার ঘর।
তুমি ভীষণ রকম বোকা
প্রেম কাহাকে বলে,প্রেমিক কেমন হয়?
আজও তোমার হয়নি তো জানা।
আমি না হয় উড়নচণ্ডী ছিলাম
অগোছালো না হয় ছিলো আমার জীবন
তবুও তো প্রেমিক ছিলাম
বুকের ভিতর ভালোবাসার খনি রেখেছিলাম।
স্বত্ব সংরক্ষিত
গেন্ডারিয়া, ঢাকা।
১০/১২/২০১৯
সময়ঃ রাত ৭ঃ৫১