প্রিয়তমা
——অরন্য হাসান দেলোয়ার।
কতটা অযত্নে,অবহেলায় রেখেছিলাম তোমাকে,
ফিরে দেখার সময় হয়নি কখনো;
তোমার কষ্টগুলো কখনো ছুঁয়ে দেখা হয়নি,
দেখা হয়নি তোমার মলিন ধূসর মুখখানা।
অথচ তোমাকে ব্যবহার করেছি নিজের স্বার্থে,
যাচ্ছে তাই ভাবে;
তোমার ভালো থাকার উপর যে আমার ভালো থাকা সেই চিরন্তন সত্যটা ভুলেই গিয়েছিলাম।
তোমার কোমল,নির্মল মোহনীয় রুপের
প্রেমে পড়েই তো এতোটা কাল কাঁটিয়ে দিলাম,
অথচ আমার অবহেলা,অনাদর তোমাকে
তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
আজ তার প্রতিশোধ নিলে তুমি!
ঠিক কাজটাই করেছো,
এটাই করা উচিৎ ছিলো।
আজ তুমি ফিরে পেয়েছো তোমার লাবণ্য,
উজ্জ্বলতা,তোমার সেই পুরনো রুপ।
আজ পাখির সুর শুনতে পাই
দু’চোখ মেলে দেখি সুনীল আকাশ,
নির্মল বায়ুর স্পর্শে ফিরে পাই আমার ছেলেবেলা।
তুমি তো আমার সেই ছেলেবেলার প্রেম
আমার ভালোবাসা,
আমার প্রিয় ঢাকা শহর।
ভালো থাকো প্রিয়তমা।
স্বত্ব সংরক্ষিত।
গেন্ডারিয়া ঢাকা
তাং ২১/৪/২০২০
সময়ঃ ১১ঃ৪০(সকাল)